নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৬ পরিবার!


প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৪, ৯:২১ পূর্বাহ্ন
নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৬ পরিবার!

নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৬ পরিবার!

মোঃ কামাল মাহামুদ, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় আগুন লেগে ৬টি পরিবারের ১২টি ঘর পুড়ে গেছে। এ ছাড়াও ভস্মীভূত হয়েছে সাতটি ছাগল ও তিনটি গরু। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত তিনটার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের চিথলিয়া এলাকায় ওই ঘটনা ঘটে। এতে তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা ধারণাও করতে পারছে না ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।ক্ষতিগ্রস্ত ব্যাক্তি ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই গ্রামের বিরামউদ্দিন, মধু মন্ডল, সারজানা, হিরা,সাবান এবং সুজনের বাড়িতে আগুন লেগে গরু ছাগলসহ ঘরের ভেতরে থাকা সকল আসবাবপত্র, মালামাল, নগদ অর্থ এবং জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।ভুক্তভুগি পরিবারের সোহেল নামের একজন জানান, কিভাবে কি হলো কিছুই বুঝলাম না। আমরা নিঃস্ব হয়ে গেলাম। তিনি আরো জানান, কখন আগুন ধরেছে আমরা কিছুই বুঝতে পারিনি। আমার ৫ বছর বয়সি ছোট্ট মেয়ে বুঝতে পেরে তার দাদির অর্থাৎ আমার মায়ের চুল টানাটানি করতে থাকে। পরে আমার মা ঘুম থেকে জাগা পেয়ে বাহিরে বের হয়ে দেখে আগুন লেগেছে। তার চিৎকারে আমরা সবাই বের হয়ে আসি কিন্তু ততক্ষণে প্রায় সবই পুড়ে শেষ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার ফজলুর রহমান জানান, গরুর ঘরে মশা তাড়ানোর জন্য শুকনো গোবরে (ঘুঁটে) আগুন জ্বালানোর ধোঁয়া থেকে আগুনের সুত্রপাত হয়েছে। তিনি আরো জানান খবর পেয়ে আমরা এবং লালপুর ফায়ার সার্ভিস টিম গিয়ে প্রায় তিন ঘন্টার চেস্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে তাদের প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।